০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ব্যাংকের কোন শাখা দলের হিসাব পরিচালনা করে সে তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে। বুধবার (৮ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইসির নির্বাচন সহায়তা শাখার এ সংক্রান্ত চিঠি দেন। চিঠিটি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসিতে নিয়ে আসে। গত জুলাই মাসে দলটি বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিলেও তার কোনো ব্যাংক হিসাব নেই বলে প্রতিবেদন উল্লেখ করে। প্রতিবেদনে দেখানো হয়, ২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। ইসি কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলের নামে রক্ষিত...