এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৮ অক্টোবরের মধ্যে প্রকাশের কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের সব কয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা সভায় বসছেন। সভায় আলোচনা করে চূড়ান্ত তারিখ ঠিক করা হবে। ঢাকা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতের কার্যক্রম শেষ। এখন যাচাইয়ের কাজ চলছে। সভায় কোন বোর্ডের প্রস্তুতি কেমন, তা নিয়ে আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত নিয়ে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা আকারে পাঠানো হবে। মন্ত্রণালয় যে তারিখ ঠিক করে দেবে, সেদিনই ফল প্রকাশ করবে বোর্ড। ঢাকা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র ও...