বুধবার (৮ অক্টোবর) সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী, টাইগার বাঁহাতি স্পিনার নাসুম টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। আর সাইফ টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং পয়েন্ট অবস্থান করছেন ১৮তম স্থানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে বড় ভূমিকা রাখেন নাসুম। মোট পাঁচ উইকেট নেন তিনি, রান দেন ওভারপ্রতি ৫.৫৮ করে। অন্যদিকে সিরিজের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলা সাইফের অবস্থান এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে। আফগান সিরিজে এক ফিফটিতে সর্বোচ্চ ৮৬ রান করে ওপেনার তানজিদ হাসান তামিম ৬ ধাপ এগিয়ে ৩৭তম উঠে এসেছেন। একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭০ রান করে আরেক ওপেনার...