পিয়া জান্নাতুল একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সম্প্রতি কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দিয়েছেন সচেতনতার বার্তা দিয়ে পিয়া জান্নাতুল বলেছেন, ‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন এই মডেল ও অভিনেত্রী। সাক্ষাৎকারের একটি অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পিয়া লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা— নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’ শোবিজ অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় পিয়া জান্নাতুল। বর্তমানে তিনি...