কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন নারী শিক্ষার্থীরাও। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ রাজপথে নেমে বিক্ষোভ-সমাবেশে অংশ নেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে জুলাই আন্দোলন বেগবান করেন। অনেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সরাসরি সমন্বয়ক, অনেকের পরিচয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। জুলাই আন্দোলনের পর চলতি বছরও সাইবার অপরাধীদের টার্গেটে নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টরা। তাদের ঘিরে বিভিন্ন অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার অধিকাংশই হয়রানিমূলক। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত আটজন নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ৩২টি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনের তথ্যমতে, জুলাই আন্দোলনে ব্যাপক আলোচিত ফারজানা সিঁথিকে নিয়ে সবচেয়ে বেশি ১৫টি ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে। এগুলোর মধ্যে একটি ছাড়া...