বুধবার এই ৮ অক্টোবর, পাঠাও পাড়ি দিচ্ছে ১০ বছর! ২০১৫ সালে এক সাহসী স্বপ্ন থেকে শুরু হওয়া যাত্রা আজ পরিণত হয়েছে দেশের প্রথম সুপার অ্যাপে, যা লাখো মানুষকে কানেক্ট করেছে, হাজারো মানুষকে স্বাবলম্বী করেছে এবং আমাদের যাতায়াত, খাওয়া, ডেলিভারি ও পেমেন্টের অভিজ্ঞতাকে বদলে দিয়েছে। আজ ১০ বছর পর, পাঠাও আর শুধু আপনার জীবনের অংশ নয়, এটা আপনার প্রতিদিনের লাইফস্টাইল। স্বপ্ন থেকে শুরু করে আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠাও-এর পথচলা এক দৃঢ়তা, অগ্রযাত্রা, এবং কৃতজ্ঞতার গল্প। গত দশকে পাঠাও ৩ লক্ষাধিক পাঠাও রাইডারস, ক্যাপ্টেনস, ফুডম্যান ও ডেলিভারি এজেন্টসকে ক্ষমতায়ন করেছে, ২ লক্ষ ব্যবসায়ীর সাথে পার্টনারশিপ গড়ে তুলেছে এবং ১ কোটি ইউজারকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট জীবনের সাথে কানেক্ট করেছে। ৫ লক্ষেরও বেশি উপার্জনের সুযোগ সৃষ্টি তৈরি করে, পাঠাও বাংলাদেশের...