বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিনম্যানুফাকচারার্স এ্যাসোসিয়েশনবামা’র গবেষণা প্রতিবেদন Preclinical Safety and Clinical Efficacy Study Report Of some AyurvedicMedicine-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলামটরে হামদর্দের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বামা’র প্রেসিডেন্ট, হামদর্দের ব্যবস্থাপনাপরিচালক ও চিফ মোতাওয়াল্লী; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। প্রকাশিত অভিসন্দর্ভর ওপর আলোচনা করেন গবেষণাপত্রের প্রজেক্ট কনসেপ্ট উপস্থাপনকারী অধ্যাপক এমশাহাবুদ্দীন কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অধ্যাপক ড. শাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. তাসমিনার হমান, ঢাকা মেডিকেল কলেজের সাবেক পরিচালক অধ্যাপক ড. সাইদুররহমান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়ুর্বেদিক বিভাগের প্রধান অধ্যাপক ড.বাবুল আক্তার, বামার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। এ সময় উপস্থিত সবাইকে...