আত্মপ্রকাশের পর সাত মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাংগঠনিকভাবে এখনও শক্তিশালী হতে পারেনি দলটি। দেশজুড়ে সমন্বয়ক কমিটি দিয়ে চলছে এনসিপি। কেন্দ্রেও আহ্বায়ক কমিটি। দলটি করতে পারেনি উপদেষ্টা পরিষদ, গঠন হয়নি দলের গঠনতন্ত্র। সবমিলিয়ে দলটি সাংগঠনিকভাবে আশানুরূপ কিছু দেখাতে পারেনি। তবে, এবার সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশজুড়ে সাংগঠনিক তৎপরতা চালাবে দলটি। এরই মধ্যে ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি, দলীয় প্রতীক চূড়ান্ত ও সংস্কারের ইস্যু সামনে রেখেই অক্টোবরের মাঝামাঝিতে মাঠে নামবে এনসিপি— সংশ্লিষ্ট একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। এ বিষয়ে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঢাকা পোস্টকে বলেন, ‘বর্তমানে আমাদের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে। একটি হলো- দলীয় প্রতীক নিয়ে জটিলতা, অন্যটি হলো- সংস্কার ইস্যু। এর পাশাপাশি সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে সারা...