পাকিস্তানের কাছে উন্নত মাঝারি-পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্যে ক্ষেপণাস্ত্র (এএমআরএএএম) বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রধানতম প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র তৈরির কোম্পানি রেথিয়ন ইসলামাবাদকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত মার্কিন ‘এফ-১৬ ফ্যালকন’ যুদ্ধ বিমানে এই ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এর এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। গত ৩০ সেপ্টেম্বর মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রেথিয়নের সঙ্গে চুক্তিতে পরিবর্তন আনার পর উন্নত সি-৮ এবং ডি-৩ এএমআরএএএম ভেরিয়েন্টের ক্রেতাদের তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৩০ সালের ৩০ মে মাসের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিতে পাকিস্তান ছাড়াও যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া, কাতার, ওমান, কোরিয়া, গ্রীস, সুইজারল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, জাপান, স্লোভাকিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম, বাহরাইন, সৌদি আরব,...