জাতীয় প্রেস ক্লাব ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে করপোরেট চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারি ও তাদের নির্ভরশীলরা ইবনে সিনা ট্রাস্টের সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিস গ্রহণে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেসক্লাব ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এই করপোরেট চুক্তি সই হয়। চুক্তিপত্রে সই করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী। এসময় উপস্থিত ছিলেন—জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের...