তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করার পর চীন বলেছে, লাই নিজেকে বিদেশিদের কাছে ‘বেশ্যা’ হিসেবে উপস্থাপন করে তাদের সন্তুষ্টি লাভের চেষ্টা করছেন কিন্তু তার উদ্দেশ্য সফল হবে না। বুধবার তারা স্বশাসিত দ্বীপটির প্রেসিডেন্টকে নিয়ে এ কড়া মন্তব্য করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে বেইজিং। মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করতে প্রয়োজনে বলপ্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই যে চীনের অপছন্দের তালিকায় রয়েছেন তা বেইজিংয়ের মন্তব্যের স্পষ্ট বোঝা যায়। চীন তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ মনে করে, তারা আলোচনায় বসতে লাইয়ের একাধিক প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে। লাইয়ের ভাষ্য হচ্ছে, কেবলমাত্র তাইওয়ানের জনগণই দ্বীপটির ভাগ্য নির্ধারণের অধিকার রাখে। চলতি সপ্তাহে তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে রক্ষণশীল এক...