অস্ট্রেলিয়ার অ্যাশেজ প্রস্তুতিতে নেমে এসেছে এক অপ্রত্যাশিত ছায়া। দলের অধিনায়ক ও তারকা পেসার প্যাট কামিন্স এখনো পুরোপুরি সুস্থ নন। ফলে সিরিজ শুরুর মাত্র ছয় সপ্তাহ আগে তিনি বোলিং শুরু করার ছাড়পত্র পাননি। এর ফলে নভেম্বরের শেষের দিকে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কামিন্সের পিঠের নিচের অংশে ল্যাম্বার বোন স্ট্রেস ইনজুরি ধরা পড়েছে। যা তার বোলিং কার্যক্রমকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সর্বশেষ স্ক্যানে কিছুটা উন্নতি দেখা গেলেও, চিকিৎসকরা এখনো তাকে বোলিং শুরু করার অনুমতি দেননি। এর ফলে ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট তো বটেই, গোটা সিরিজেই তার অংশগ্রহণ এখন শঙ্কার মুখে।আরো পড়ুন:১৫ ওভার শেষে বাংলাদেশ ৬২/৩র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা বিশে সাইফ, নাসুমের ৮৭ ধাপ উন্নতি র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে...