টি-টোয়েন্টি সিরিজটা ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তার আগে ভিসা জটিলতায় স্কোয়াড নিয়ে একটু নাটকীয়তাও হয়েছে। ক্রিকইনফো জানাচ্ছে, নাঈম শেখের ভিসা না হওয়ায় টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে স্কোয়াডে রেখে দিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে আজ প্রথম ওয়ানডের একাদশে অবশ্য ইমন নেই। ম্যাচে এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতেছে বাংলাদেশ, আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। একাদশে চমক বলতে, মোস্তাফিজুর রহমানকে আজ বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। তবে তাঁকে ছাড়াই তিন পেসার নিয়ে নামছে। তিনজনই ডানহাতি পেসার। অভিষেক হচ্ছে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ব্যাটিং করা সাইফ হাসানের। আফগানিস্তানও দলেও আজ একজনের অভিষেক হচ্ছে – বাঁহাতি পেসার বাশির আহমেদ।...