নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসির শর্ত অনুযায়ী এরআগে দলের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে না পারার কারণও ব্যাখ্যা করেছে জামায়াত। বুধবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা এক চিঠি কমিশনে দেওয়া হয়। ইসির দায়িত্বশীল ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ওনারা এসেছিলেন তাদের গঠনতন্ত্র জমা ও দলটির ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই তথ্য দিতে। কমিশনকে দেওয়া চিঠিতে জামায়াত জানায়, ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর থেকে ‘প্রতিকূল পরিস্থিতির’ কারণেই তারা কার্যকরভাবে কোনও ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি। তারা ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগকে ব্যবহার করে’ ২০১৩ সালে হাইকোর্ট ডিভিশনের রায়ের মাধ্যমে জামায়াতের...