নাম তার রাসেল মিয়া। হালাল নায়ক কিংবা পাপমুক্ত সিনেমার নায়ক হিসেবে বিতর্কিত হয়ে আলোচনায় আসেন তিনি। ২০২২ সালের দিকে একটি সিনেমায় অভিনয় করেন রাসেল। সেই ছবির প্রচারে তিনি দাবি করেন তার অভিনীত ‘ভাইয়া রে’ সিনেমাটি হালাল। এতে কোনো পাপ নেই। বিষয়টি রাতারাতি বিতর্কের জন্ম দেয়। ‘পাপমুক্ত’ ও ‘হালাল’ সিনেমার দাবিদার রাসেল মিয়া ব্যাখ্যা দিতে গিয়ে তখন গণমাধ্যমে বলেছিলেন, ‘আমি বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল। সিনেমা করতে গিয়ে কারও হাত পর্যন্ত ধরিনি। আমি বোঝাতে চেয়েছি ‘ভাইয়ারে’ ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি। ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে, আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি।’ এবার সেই রাসে মিয়ার আরও একটি সিনেমা সারাদেশে আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে। এ সিনেমার নাম ‘গোয়ার’। ছবিটি পরিচালনা...