০৮ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম গুঞ্জন উঠেছিল তানজিন তিশা পা রাখছেন ভারতীয় সিনেমায়। নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’। শোনা গিয়েছিল এই সিনেমায় তার বিপরীতে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালক এম এন রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল।তবল হঠাৎ সবকিছু বদলে গেল। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন।এদিকে চুক্তি হলেও মুখ খুলছিলেন না তিশা। সিনেমার ঘোষণা আসার পরও তানজিন তিশা ছিলেন...