০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম বলিউড সুপারস্টার শাহরুখ,পুত্র আরিয়ান খান নির্মিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ এবং সাবেক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমির ওয়াংখেড়ের আইনি পদক্ষেপ আরও একধাপ বাড়ল। সম্প্রতি সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলার ভিত্তিতে বুধবার দিল্লি হাইকোর্ট শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লি আদালত। এ প্রসঙ্গে আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।ওয়াংখেড়ের অভিযোগ, আরিয়ান খান পরিচালিত এই সিরিজে তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এই মর্মে তিনি শাহরুখ, গৌরী এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। যদিও ইতিপূর্বে হাইকোর্ট ওয়াংখেড়ের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই সময় এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনো...