বয়স মাত্র ১৮, কিন্তু এখনই যেন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান। চেলসির হয়ে লিভারপুলের বিপক্ষে জয়সূচক গোল করার পর এবার জাতীয় দলের সফরেই দেখা গেল তার জনপ্রিয়তার বহর। দক্ষিণ কোরিয়ায় পৌঁছেই ‘এস্তেভাওম্যানিয়া’ ছড়িয়ে পড়েছে—হাজারো সমর্থকের ভিড়ে এই উঠতি ফরোয়ার্ড যেন পূর্ণাঙ্গ এক সুপারস্টার। বুধবার সিউলে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস্তেভাও। লুকাস পাকেতা, গ্যাব্রিয়েল মাগালায়েস, রিচার্লিসন ও মার্টিনেল্লির পাশে বসা এই তরুণকে ঘিরে ছিল তুমুল আগ্রহ। হোটেলের বাইরে বিক্রির জন্য রাখা হয়েছিল তার জার্সি। দূর প্রবাসে এমন ভালোবাসায় আপ্লুত এস্তেভাও বললেন, 'এটা সত্যিই অবিশ্বাস্য। আপনি যখন পৃথিবীর অন্য প্রান্তে, তখন এমন সাড়া পাওয়া স্বপ্নের মতো। আমি যেখানে থেকে এসেছি, সেখানে ভাবতেও পারিনি এমন ভালোবাসা পাব। এটা আমাকে প্রতিদিন আরও অনুপ্রাণিত করে, আরও ভালো খেলোয়াড় হওয়ার জন্য।'স্ট্যামফোর্ড...