আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার (৮ অক্টোবর) ভোরে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছে। ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ আগে ড. শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। ‘আজ (৮ অক্টোবর) ফিলিস্তিনি সময় সকাল আনুমানিক ৬টায় ফ্রিডম ফ্লোটিলা কনশেন্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যসহ আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম ইসরাইলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হন। শহিদুল আলম মুক্ত না হওয়া পর্যন্ত তার ফেসবুক পেজটি ‘‘Bangladesh Stands With Palestine’’ এবং ‘‘Free Shahidul’’ অ্যাক্টিভিস্টরা পরিচালনা করবেন।’ এই ঘটনার পরপরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবিক ও বিবেকবান মানুষজন শহিদুল আলম ও তার সহযাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক...