ফেইসবুকের নতুন অ্যালগরিদম আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা তাদের আগ্রহ ও রুচি অনুযায়ী আরও বেশি ‘রিলস’ ভিডিও দেখতে পাবেন। মঙ্গলবার মেটা এ ঘোষণা দিয়েছে। নতুন এই আপডেটে যুক্ত হয়েছে বেশ কিছু উন্নত ফিচার। এর মধ্যে রয়েছে এআই-নির্ভর সার্চ সাজেশন, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও ফিল্টারিং এবং নতুন ‘ফ্রেন্ড বাবলস’ ফিচার। মেটা বলছে, আপডেটের পর ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ অনুযায়ী কনটেন্ট আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো ভিডিও পছন্দ না হলে সেটিতে ‘নট ইন্টারেস্টেড’ অপশন বাছাই করলেই ফেইসবুকের রিকমেন্ডেশন সিস্টেম সেই অনুযায়ী পরিবর্তন আনবে। এমনকি কমেন্টে অপ্রাসঙ্গিক বা অপ্রিয় কিছু দেখলেও সেটি ফ্ল্যাগ করতে পারবেন ব্যবহারকারী। একই সঙ্গে ‘সেইভ’ ফিচারটিতেও পরিবর্তন এসেছে। এখন ব্যবহারকারীরা তাদের পছন্দের রিলস ও পোস্টগুলো এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন, এতে পরবর্তীতে দেখা আরও সহজ হবে। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ...