কিছু দিন আগে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। বর তানজিম তৈয়বের সঙ্গে মধুচন্দ্রিমায় শ্রীলঙ্কায় গিয়েছেন এই অভিনেত্রী। আপাতত স্বামীর সঙ্গে সময়টা চুটিয়ে উপভোগ করছেন ফারিয়া। আনন্দে কাটানো মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করছেন ‘দেবী’খ্যাত এই তারকা। একটি ছবিতে দেখা যায়, রাতের শ্রীলঙ্কার রাস্তায় দাঁড়িয়ে শবনম ফারিয়া। তার চোখে-মুখে আনন্দের ঢেউ। পরনে শর্টস, গায়ে টি-শার্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে ৫৬ হাজার, শেয়ার হয়েছে ২৪৬টি। মন্তব্য পড়েছে ৫ হাজার ৬০০টি। এসব মন্তব্যের অধিকাংশই ‘নোংরা’ ভাষায় করা হয়েছে; যা নিয়ে চলছে আলোচনা।আরো পড়ুন:ব্যাচেলর পয়েন্ট: অবশেষে ফিরছেন নেহালদিতিপ্রিয়ার অস্ত্রোপচার কামরুল ইসলাম নামে একজন কাটাক্ষ করে লেখেন, “বুঝতে হবে, হাজী পরিবারের মেয়ে।” আরিফুল ইসলাম লেখেন, “বয়স হওয়ার সাথে সাথে মানুষের মন-মানসিকতার পরিবর্তন হয়।...