ডেঙ্গুর পরে এখন চাকুনগুনিয়ার সঙ্গে পরিচিত হয়ে গেছেন সবাই। এটি একটি ভাইরাসজনিত রোগ, যা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এটি সাধারণত প্রাণঘাতী নয়, তবে সংক্রমণের পরে কিছুদিন বা কখনও কখনও কয়েক মাস পর্যন্ত জয়েন্ট পেইন (গাঁটে ব্যথা) টিকে থাকতে পারে। চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে এখানে কিছু বিষয়ের উল্লেখ করা হলো, এই রোগের ক্ষেত্রে যেসব বিষয়ে বাড়তি মনোযোগ দিতে হবে- সাধারণ চিকুনগুনিয়া ৫ থেকে ৭ দিনের মধ্যে জ্বর সেরে যায়। কিন্তু জয়েন্টে ব্যথা ও ক্লান্তি কয়েক সপ্তাহ বা মাস থাকতে পারে। তবে যে উপসর্গগুলো থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন সেগুলো হলো প্রচণ্ড পেটে ব্যথা, রক্ত বমি বা পায়খানায় রক্ত, শ্বাসকষ্ট, ঘন জ্বর যেটা নেমে যাচ্ছে না, অজ্ঞান হয়ে যাওয়া। রোগ নির্ণয়টা সবার আগে জরুরি। নিশ্চিত করতে হবে এটি চিকুনগুনিয়া, না অন্য কিছু। ডাক্তারের...