বয়স কেবল ১৮। তবে, সামর্থ্য আর প্রতিভা দিয়ে এর মধ্যেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করতে পেরেছেন এস্তেভোঁ উইলিয়ান। আসছে দুই প্রীতি ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার জানিয়ে দিলেন, দলের প্রয়োজনে মাঠের যে কোনো প্রান্তে খেলতে প্রস্তুত তিনি। স্বদেশের ক্লাব পালমেইরাস ছেড়ে গত অগাস্টে চেলসিতে নাম লেখান এস্তেভোঁ। বলা যায়, অল্প সময়েই ইউরোপিয়ান ফুটবলে মানিয়ে নিতে পেরেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে অবশ্য নিজের জায়গা তার আগেই বেশ পোক্ত করেছেন এই ফুটবলার। গত মে মাসে আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পর, তার ঘোষণা করা সবগুলো দলেই জায়গা পেয়েছেন এস্তেভোঁ। আছেন এবারের এশিয়া সফরের দুটি প্রীতি ম্যাচের দলেও। আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে আনচেলত্তির দল। সেখানেই বুধবার সংবাদ সম্মেলনে এস্তেভোঁ বলেন, তার লক্ষ্যই দলের সবচেয়ে ভালোর...