মাত্র ১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্রে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর আহনাফ আবিদ মাহির। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ এক বছরের প্রশিক্ষণ শেষে স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন। আকাশে উড়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণে ১৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং ট্রেনিং সেন্টারে ভর্তি করান বাবা মইনুল হক ও মা আয়শা রুমা। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) নিয়ম অনুযায়ী ১৬ বছর পূর্ণ হওয়ার পরই মাহির শুরু করেন প্রশিক্ষণ। এক বছর ধরে অসংখ্যবার বিমান উড়িয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন তিনি। অবশেষে ১৭ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লস অ্যাঞ্জেলেসের হোয়াইটম্যান বিমানবন্দরে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পান মাহির। এখন তিনি একক পাইলট হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট বিমান চালানোর...