একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ারের রেকর্ড দরপতনের পর সম্প্রতি কিছুটা দাম বাড়তে দেখা যায়। ছয় কার্যদিবস বাড়ার পর ফের এ পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে। বুধবার (৮ অক্টোবর) লেনদেন শুরুর দরের সঙ্গে তুলনা করলে ব্যাংকগুলোর শেয়ার দাম ৯ শতাংশ থেকে ১৫ দশমিক ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণমুক্ত করতে অন্তর্বর্তী সরকার ‘ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫’ জারি করে এই ব্যাংকগুলোকে একীভূত করতে বিশেষ বিধান করেছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক তা কার্যকরে উদ্যোগ নিয়েছে। একীভূত হওয়ার পর এগুলোর মালিকানা যাবে সরকারের কাছে। এ জন্য ২০ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য পর্যালোচনায় দেখা যায়, অন্তর্বর্তী সরকার...