টি-টোয়েন্টি সিরিজের পর আজ বুধবার (০৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে প্রথম ওয়ানডের। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে ভালো করা সাইফ হাসানের।আরো পড়ুন:র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা বিশে সাইফ, নাসুমের ৮৭ ধাপ উন্নতিসব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা বিশে সাইফ, নাসুমের ৮৭ ধাপ উন্নতি টস জিতে মেহেদী হাসান মিরাজ বলেছেন, “আমরা প্রথমে ব্যাট করব। উইকেট বেশ ভালো মনে হচ্ছে, এখানে ২৮০ রান একটি প্রতিযোগিতামূলক স্কোর হতে পারে। টি-টোয়েন্টি সিরিজে আমরা দুর্দান্ত খেলেছি, সেই ছন্দ ধরে রাখতে চাই। এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকদিন পর...