ফিলিস্তিনি বংশোদ্ভূত সৌদি নাগরিক ওমর ইয়াগি ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁর সঙ্গে এই সম্মান ভাগাভাগি করেছেন জাপানের সুসুমু কিতাগাওয়া এবং অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন। আজ বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। তারা যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন “ধাতু-জৈব কাঠামোর ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কসের বিকাশ’ উন্নয়নের জন্য”। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়, “ধাতু-জৈব কাঠামোর উন্নয়নের মাধ্যমে এই বিজ্ঞানীরা রসায়নবিদদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন, যা আধুনিক যুগের নানা বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।” রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক প্রদত্ত এই নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। জর্ডানে ফিলিস্তিনি পিতামাতার ঘরে জন্ম নেওয়া ওমর...