সাইফ হাসানের ব্যাট হাসছে, সাইফ হাসান নিজেও হাসছেন বৈকি! দুয়ের মিশেলে প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। দেড় মাস আগেও দলে না থাকা এই ব্যাটার হয়ে গেছেন দেশের সেরা ব্যাটার। আজ হালনাগাদ হওয়া আইসিসি র্যাঙ্কিং এই সুখবর দিল তাকে। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফিরেছিলেন তিনি। এরপর থেকেই নিয়মিত রানের দেখা পাচ্ছেন সাইফ। এশিয়া কাপে অভিষেকেই ৩০ রানের ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। এরপর শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে পেয়েছেন ফিফটি। এরপর আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচেও দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন। এমন সব ইনিংসের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতিটা অবধারিত ছিল সাইফের। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে ঢুকে পড়েছেন তিনি। এখন তার অবস্থান ১৮ নম্বরে। বাংলাদেশের সেরা তিনি, বাকি কোনো ব্যাটারই শীর্ষ বিশে নেই। এদিকে তানজিদ হাসান তামিম ও পারভেজ...