কবি, প্রাবন্ধিক, গবেষক ও ভাবুক ফরহাদ মজহার দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক তাত্ত্বিক। তিনি বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা-উবিনীগ এবং নয়াকৃষি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। সম্পাদনা করছেন সাপ্তাহিক ‘চিন্তা’। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঔষধশাস্ত্রে স্নাতক এবং পরে যুক্তরাষ্ট্রের দ্য নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘গণঅভ্যুত্থান ও গঠন’, ‘সংবিধান ও গণতন্ত্র’, ‘গণপ্রতিরক্ষা’, ‘মোকাবিলা’, ‘এবাদতনামা’, ‘সাম্রাজ্যবাদ’, ‘মার্কস, ফুকো ও রুহানিয়াত’, ‘ক্ষমতার বিকার’ ইত্যাদি। ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালে নোয়াখালীতে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকশাহেরীন আরাফাত চব্বিশের গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ কার্যত গোটা রাষ্ট্রকেই খারিজ করেছে―আপনি নিজেও তা বলেছেন। কিন্তু এক দোর্দ-প্রতাপশালী ফ্যাসিস্ট শাসকের পতনের পরও গণঅভিপ্রায় পূর্ণতা পায়নি। আপনার মতে এর প্রধান কারণ কী? ফরহাদ মজহার: প্রথমত, পাঁচ...