বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং রংপুর বিভাগীয় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আসন্ন রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে আনিছুর রহমান লাকু ঢাকা গিয়েছিলেন। সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা বুধবার বাদ আসর কালেক্টরেট ঈদগাহ ময়দানে এবং বাদ মাগরিব হোমিও কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আকস্মিক এ মৃত্যুর...