আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। আজ বুধবার (৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেসেছে তার ব্যাট। সেটার পুরস্কার হিসেবে এবার ওয়ানডেতে অভিষেক হলো তার। আফগানদের বিপক্ষে তিন পেসার আর এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস ইউনিটে তাসকিন আহমেদের নেতৃত্বে আছেন হাসান মাহমুদ আর তানজিম হাসান সাকিব। স্পেশালিস্ট স্পিনার বাঁহাতি তানভীর ইসলাম। তার সঙ্গে হাত ঘোরাবেন অলরাউন্ডার মিরাজ। এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। পরিসংখ্যানে এগিয়ে থেকেই এ ম্যাচে মাঠে...