আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেটারদের জন্য এসেছে আরও সুখবর। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং আপডেটে বড় উত্থান ঘটেছে বেশ কয়েকজনের অবস্থানে। সিরিজ সেরার পুরস্কার জয়ী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এক লাফে এগিয়েছেন ৮৭ ধাপ, টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এখন তাঁর অবস্থান ৪৪তম। সিরিজে ৫ উইকেট নিয়ে ওভারপ্রতি মাত্র ৫.৫৮ রান খরচ করা নাসুমের এই উন্নতি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে অন্যতম বড় সাফল্য। তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে, আর শরিফুল ইসলাম ২১ ধাপ উন্নতি করে রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে মোস্তাফিজুর রহমান, তিনি আছেন ১২তম স্থানে। ব্যাট হাতে সবচেয়ে বেশি উন্নতি করেছেন ১৭ ধাপ এগিয়ে এখন তিনি। এখন আছেন ১৮তম স্থানে, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থান। সাইফ ২৪...