পাঞ্জাবি সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজবীর জাওয়ান্দা আর নেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বুধবার (৮ অক্টোবর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।তার বয়স হয়েছিল ৩৫ বছর। ২৭ সেপ্টেম্বর চণ্ডীগড়ে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ ছুটে যাওয়া গরুর সঙ্গে ধাক্কা খায় রাজবীরের বাইক। ফলে তার মাথা ও মেরুদণ্ডে আঘাত পায়। এরপর তাকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা ছিল আশঙ্কাজনক। মস্তিষ্কের কার্যকলাপ অকেজো ছিল এবং শারীরিক উন্নতির কোনো লক্ষণ ছিল না। রাজবীরকে দীর্ঘ সময় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল । রাজবীরের অকাল মৃত্যুতে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, রাজনৈতিক ব্যাক্তি এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন। অভিনেত্রী নিরু বাজওয়া ইনস্টাগ্রামে রাজবীরের একটি ছবি পোস্ট করে লিখেন, অতি...