ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহ'ত্যা ও আগ্রাসনের প্রতিবাদে, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এবং ফিলিস্তিনিদের ঐতিহাসিক প্রতিরোধ, ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ এর দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করেছে ‘রক্তাম্বর’ শীর্ষক কবিতা পাঠের আসর। অনুষ্ঠানটি ৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ফাহমিদুল হাসান ও সানজিদা আক্তার শ্রেয়সীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাকসুর সাহিত্য ও...