আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রও রয়েছে। সেসব দেশ কাবুলের কাছে বাগরাম সামরিক ঘাঁটি পুনরায় দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার বিরোধিতা করেছে। সংবাদমাধ্যম গ্লোবাল ব্যাংককিং অ্যান্ড ফাইনান্স রিভিও এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। রাশিয়ার আয়োজিত মস্কো ফরম্যাট বৈঠকে অংশ নেয় ১০টি দেশ। যার মধ্যে ছিল ভারত, রাশিয়া, চীন, ইরান ও কয়েকটি মধ্য এশীয় রাষ্ট্র। এই বৈঠকে প্রথমবারের মতো অংশ নেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে জানায়, অংশগ্রহণকারী দেশগুলো কোনো বিদেশি রাষ্ট্রের আফগানিস্তান বা তার প্রতিবেশী অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। যদিও যুক্তরাষ্ট্র বা বাগরামের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, বিবৃতিটি...