যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান দুর্ঘটনায় পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব আরকানসাসের পার্কিন শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিমানটি নিউ অরলিন্স থেকে জোন্সবোরো যাচ্ছিল। পথে হঠাৎ রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই রাজ্যের জরুরি ব্যবস্থাপনা দপ্তরকে সহায়তার জন্য অনুরোধ জানায় বিমান কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, মিডওয়ে এলাকার পশ্চিমে স্টেট হাইওয়ে ৭৫ ও ৩০৬ নম্বর মহাসড়কের সংযোগস্থলের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে পুলিশ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং বিমানবাহিনীর যৌথ দল উদ্ধার অভিযানে অংশ নেয়। এফএএ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল সেসনা ২১০বি মডেলের। মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল, তবে কী কারণে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তা এখনো পরিষ্কার নয়। সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় পার্কিন...