পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং বিপর্যয়। নারীদের ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে অস্ট্রেলিয়া। নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর চলছে। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরীতার কারণে ভারতে বিশ্বকাপ খেলার জন্য দল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে অন্য সব দলের খেলা ভারতে হলেও পাকিস্তানের খেলাগুলো হচ্ছে শ্রীলংকায়। বুধবার শ্রীলংকার রাজধানী কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নেমেই নাশরা সান্ধু ও রামিন শামিমার স্পিনে বিভ্রান্ত হয়ে ৭৬ রানেই ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের অতীতের ১২ আসরের ইতিহাসের রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। অথচ যারা একবারও বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি; সেই পাকিস্তান নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের চলতি আসরে ভালো পজিশনেই আছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু...