পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চার সদস্যের একটি প্রতিনিধির দল। আগামী দু'দিন পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। আর মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের তফসিল প্রকাশিত হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারের বিধানসভার নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। বিহার জুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) কাজ প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এবং বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় প্রস্তুতি খতিয়ে দেখতে চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কলকাতায় এসেছেন জ্ঞানেশ ভারতী। এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের সমস্ত জেলার সঙ্গে চলতি মাসের যেকোনো একটি তারিখে বৈঠক করা হবে। পরবর্তীতে তারিখটি জানিয়ে...