কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী বছরগুলোতে বাংলাদেশের শ্রমবাজার, উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বাংলাদেশ যদি সঠিক সময়ে মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো ও ব্যবসাবান্ধব নীতিতে বিনিয়োগ করতে পারে, তবে এআই শুধুমাত্র প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং এটি হতে পারে দেশের নতুন অর্থনৈতিক অগ্রযাত্রার হাতিয়ার। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: জবস, এআই অ্যান্ড ট্রেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, এশিয়া অঞ্চলে কর্মসংস্থানের ধরন দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এআই-চালিত শ্রমবাজার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক বলছে, দক্ষিণ এশিয়ার অর্থনীতি ২০২৫ সালে গড়ে ৬ দশমিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে, যেখানে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে ২০২৬ সালে এই হার কিছুটা কমে ৫ দশমিক ৮ শতাংশে নেমে...