বিপুল মার্কিন অর্থায়নেই গাজায় দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। মধ্যপ্রাচ্যে হামলার জন্য তেল আবিবকে ৩ হাজার ৩০০ কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে শুধু গাজায় হামলার জন্যই দেওয়া হয় ২ হাজার ১৭০ কোটি ডলার সামরিক সহায়তা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর ব্যাপক সামরিক শক্তি নিয়ে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। টানা দুই বছর ধরে ইসরায়েলি নৃশংসতায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৭ হাজার। হামলা শুধু গাজায় সীমাবদ্ধ নেই। আইডিএফের নিশানায় ইরান, লেবানন ও ইয়েমেনও। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অব ওয়ার প্রজেক্টের দুটি প্রতিবেদন বলছে, বাইডেন ও ট্রাম্প প্রশাসন...