বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান গত আগস্টে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। তবে এবার তিনি পুনরায় একটি অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এ সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশে জানানো হয়, সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান (পাসপোর্ট নম্বর: E00253080) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরস-এর বার্ষিক সভা ২০২৫’ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়, সফরের পুরো সময়কাল (যাত্রাসহ) তাকে দায়িত্বকাল হিসেবে গণ্য...