বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পটভূমিতে নির্মিত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ‘রক্তবীজ ২’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। প্রখ্যাত সাংবাদিক ও লেখক গৌতম লাহিড়ীর বই ‘প্রণব মুখার্জী: রাজনীতি ও কূটনীতির ছায়া’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি বাস্তব ঘটনা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এক গভীর কাহিনি তুলে ধরেছে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জীর যৌথ পরিচালনায় তৈরি ‘রক্তবীজ ২’ মূলত এক রাজনৈতিক থ্রিলার, যেখানে সীমান্ত সন্ত্রাস, কূটনৈতিক টানাপোড়েন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জটিলতা উঠে এসেছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। ছবির শুরুতেই দর্শককে টেনে নেয় ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মধ্যে— নতুন খলনায়ক মুনির আলম নামের এক চরিত্র সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করে। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে নামেন ভারতের এক উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তা পঙ্কজ সিংহ (আবির চট্টোপাধ্যায়) এবং তাঁর সহকর্মী এসপি সংযুক্তা (মিমি চক্রবর্তী)। চলচ্চিত্রের...