একটা সময় ছিল যখন ইংরেজি ভাষার কথা শুনলেই গায়ে জ্বর আসত হাজারো শিক্ষার্থীদের। কিন্তু কালের পরিক্রমায় এবং আধুনিক ইন্টারনেট ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে ইংরেজি এখন বাংলার যুবসমাজ দ্বিতীয় ভাষা হিসেবেই গ্রহণ করেছে। এরপরও কথা থাকে। বলার ভাষা এবং লিখিত ভাষার মধ্যে থাকে আকাশ-পাতাল তফাত। বিশেষ করে চাকরি কিংবা গবেষণা এই সব ক্ষেত্রে শিক্ষার্থীদের থাকতে হয় আলাদা দখল। তাই থাকতে হয় কিছু কিতাবি জ্ঞান। বিশেষ করে কর্পোরেট সেক্টরে এই জ্ঞানের বিকল্প নেই। কর্পোরেট সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চান, আমার বিবেচনায় তাদের জন্য ইংরেজিতে সহায়ক হতে পারে তিনটি বই। 'Steps Towards English', 'Brush Up Your English', এবং 'Communications That Works'। এম আহসান উল্লাহ খান প্রণীত এই তিনটি বই সাধারণত ইংরেজি শেখা এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের জন্য খুবই জনপ্রিয়। “Steps Towards English”বইটি শূন্য...