বিক্ষোভ ও প্রতিবাদ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন প্রশাসনের এই সিদ্ধান্তকে দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা গণতান্ত্রিক অধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে “অ্যাকশন ফর প্যালেস্টাইন” নামের সংগঠনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তারের পরই এ ঘোষণা আসে। সমালোচকদের মতে, সরকারের এই পদক্ষেপ লন্ডনের দমনমূলক অভ্যন্তরীণ নীতি ও ইসরায়েলপন্থী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। অর্থনৈতিক সংকটে দমনমূলক নীতিনূর নিউজের বরাতে পার্স টুডে জানিয়েছে, স্টারমার সরকার বর্তমানে নজিরবিহীন অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার দেওয়া বহু অর্থনৈতিক প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ব্রেক্সিটের প্রভাব কাটিয়ে উঠতে না পারা, কর বৃদ্ধি, সামাজিক খাতে বাজেট কাটছাঁট এবং “বেদনাদায়ক বাজেট সিদ্ধান্তের” ঘোষণা—সব মিলিয়ে জনঅসন্তোষ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পুলিশের ক্ষমতা বৃদ্ধি আসলে একটি...