জনঘনত্বপূর্ণ বাংলাদেশে জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা দীর্ঘকালের। সাম্প্রতিককালে জাতীয় গণমাধ্যমে ক্যান্সার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদের আতঙ্কিত করে তোলে। বাংলাদেশে ক্যান্সার কোনো সাধারণ রোগ নয় বরং এটি একটি পরিবারের অর্থনৈতিক মেরুদ- ভেঙে দেওয়ার অন্যতম কারণ। শুধু শহর নয়, গ্রামবাংলার প্রত্যন্ত জনপদ থেকে হাজারো নারী-পুরুষ প্রতিদিন রাজধানীতে ছুটে আসেন বেঁচে থাকার শেষ ভরসা নিয়ে। কিন্তু চিকিৎসা ব্যয়ের ভারে নিভে যাচ্ছে সেই বেঁচে থাকার স্বপ্নের প্রদীপ। আমাদের মা-বোনদের স্তন ক্যান্সারের ভয়াবহতা ইদানীং মারাত্মক আকার ধারণ করেছে। স্তনে অস্ত্রোপচার, কেমোথেরাপি, ওষুধ, রোগী ও স্বজনদের থাকার খরচÑ সব মিলিয়ে গড়ে পাঁচ থেকে সাত লাখ টাকা ব্যয় হয়ে যায়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা (বিআইডিএস) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী একজন ক্যান্সার রোগীর গড় চিকিৎসা ব্যয় ৫ লাখ ৪৭ হাজার টাকার বেশি। এই খরচ মেটাতে প্রায় ৮০ শতাংশ...