স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি সনজিৎ কুমার গণমাধ্যমকে জানিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে কোন অন্যাত কাজ করতে দেওয়া হবে না। যেখানেই অন্যায় হবে সেখানে প্রতিরোধ করা হবে। অন্যঅয়কারীদের সাথে পুলিশের কোন সম্পর্ক নেই। যারা অন্যায় করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেছিলেন, ‘আমি কোন অন্যায় করি না, কাউকে অন্যায় কাজ করতে দেওয়া হবে না। আইন সকলের জন্য সমান। এলাকার মানুষের আইনের সেবা পাবে। তারা আরও বলেন, খেলাধুলা হোক, সাহিত্য আড্ডা হোক, সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা হোক আমাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা থাকবে। কিন্তু সেগুলো না করে কোন মাদক ব্যবসা, জুয়াবাজি, অশ্লীলতা করা সমাজের জন্য চরম সামাজিক অবক্ষয় এ...