জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য নতুন এপ্রিসোড আসছে বঙ্গ-তে। সিজন ৫-এর নতুন পর্ব ৩৩-৪০ পর্ব বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সাবস্ক্রাইব করে বঙ্গ অ্যাপে দেখা যাবে। এবারের পর্বগুলোর মূল আকর্ষণ ‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’কে ঘিরে ঘনীভূত রহস্য, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের সিজন আবর্তিত হচ্ছে দুটি বড় প্রশ্নকে কেন্দ্র করে। কেন ফিরে এলো নেহাল? তার এই প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন কোনো মোড় আনবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সাথে তার সম্পর্কের পুরনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন শিমুল কোথায়? কবে ফিরবে সে? পরিচালক অমি বলেন, “নেহালের ফিরে আসার কারণ...