গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো দখল করে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে সেদেশের নৌবাহিনী। ফ্রিডম ফ্লোটিলার অধিকারকর্মীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে আসা ‘আদালাহ - দ্য লিগাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইল’এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৃক, শহিদুল আলম যার ব্যবস্থাপনা পরিচালক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক বলেছে, “আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন।” ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) এর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিকে জোরদার করার আহ্বান জানিয়েছে দৃক। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা চার শতাধিক অধিকারকর্মীকে আটক...