জয়ের সুখস্মৃতি নিয়ে আজ আবুধাবিতে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাকের আলি অনিকের দলের কাছে ধবলধোলাই হওয়া আফগানিস্তান।সর্বশেষ জুলাইয়ের পর আজ প্রথমবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর খেলতে নেমে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ একাদশ থেকে আজ এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। পরিবর্তনটা অবশ্য অবধারিতই ছিল। কেননা লঙ্কানদের বিপক্ষে খেললেও এই সিরিজে নেই পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ওপেনারের বিপরীতে জায়গা পেয়েছেন সাইফ হাসান।এতে করে ওয়ানডেতে অভিষেক হচ্ছে সাইফের।২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজ থেকে পয়েন্ট অর্জন করতে হবে অধিনায়ক মিরাজের দলকে। র্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি খেলবে জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। জয়ের সুখস্মৃতি নিয়ে আজ আবুধাবিতে ওয়ানডে খেলতে নামবে...