০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করা সাইফ হাসানের। আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে খেলা সবশেষ ওয়ানডের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওয়ানডে দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিয়েছেন সাইফ। আফগানদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে না খেলা অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান নেই এই ম্যাচেও। বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান শামীম হোসেন ও পারভেজ হোসেন। ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি মোহাম্মাদ নাঈম। যে কারণে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন...